শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নাইজেরিয়ায় তেলের পাইপলাইনে বিস্ফোরণে নিহত ৫০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৯, ৮:৩১ পিএম

পূর্ব নাইজেরিয়ার নাম্বে শহরে পেট্রোলের পাইপলাইনে বিধ্বংসী বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫০ জনের। নাইজেরিয়ার সবথেকে বড় শক্তি সরবরাহকারী ফার্ম এটি। হারকোর্ট বন্দর থেকে এই তেলের পাইপলাইন নিয়ন্ত্রণ করা হয়। দেশের অধিকাংশ জ্বালানি তেলই এই সংস্থা সরবরাহ করে বলে জানা গিয়েছে।
শুক্রবার রাতে বিস্ফোরণ হলেও রোববারও সেই আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। এখনও কালো ধোঁয়া বেরোচ্ছে। যে এলাকায় বিস্ফোরণ হয়েছে তার চারপাশে পেট্রোল ছড়িয়ে পড়ায় আগুন নেভাতে সমস্যা হচ্ছে। দুর্ঘটনায় কতোজন আহত হয়েছেন তা এখনও নির্দিষ্ট করে জানা যায়নি। তবে দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন