নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার জানান, নারায়ণগঞ্জ বন্দরে সড়ক দুর্ঘটনায় এক গার্মেন্ট কর্মী নিহত হয়েছেন। নিহত নিপু মিয়া (২৭) কাঁচপুর সিনহা গার্মেন্টসে কাজ করতেন। সোমবার সকালেবন্দর উপজেলার কেওঢালা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস চাপায় তিনি মারা যান। বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি শরীফুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সকাল পৌনে ৮টার দিকে কর্মস্থলে যাওয়ার জন্য গার্মেন্ট কর্মী নিপু মিয়া কেওঢালা বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকাগামী পাহাড়িকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-জ ১৪-০১৯১) বেপরোয়া গতিতে এসে নিপু মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই সে মারা যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার ও বাসটি আটক করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন