শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ক্যাডেটছাত্রী পলিন হত্যা অভিযোগ গঠন বাতিলের আদেশ দেননি হাইকোর্ট

প্রকাশের সময় : ১৭ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ছাত্রী শর্মিলা শাহরিন পলিন হত্যা মামলায় অভিযোগ গঠন বাতিলের আবেদনের ওপর কোনো আদেশ দেননি হাইকোর্ট। একই সঙ্গে আসামিদের করা আবেদনটি আদালতের কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়েছে। গতকাল (সোমবার) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির বলেন, মামলার প্রধান আসামি মেজর নাজমুল হকসহ চারজন হাইকোর্টে মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত আদেশের জন্য দিন ধার্য করেন। কিন্তু আদেশের দিন আদালত মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেন। আদালতে আসামিদের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৫ সালের ১১ ফেব্রুয়ারি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ছাত্রী হোস্টেল থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রী শর্মিলা শাহরিন পলিনের লাশ উদ্ধার করা হয়। ঘটনার দিনই ময়মনসিংহ কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন কলেজের প্রিন্সিপাল। পরে একই বছরের ১৯ ফেব্রুয়ারি পলিনের বাবা আবুল বাশার পাটোয়ারী ময়মনসিংহ জেলা জজ আদালতেও একটি মামলা দায়ের করেন। প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে এ হত্যা মামলাটি মামলা দায়ের করেন পলিনের বাবা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন