শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

শিবগঞ্জে ইজারা নিয়ে আ.লীগে দু’পক্ষের সংঘর্ষ :পুলিশের লাঠিচার্জ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ২২টি হাট-বাজার ও ১৭টি ফেরিঘাট ইজারার দরপত্র দাখিলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘষের্র ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে শিবগঞ্জ থানা পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম জানান, গতকাল উপজেলার হাট-বাজার ও ফেরিঘাট ইজারার দরপত্র দাখিলের শেষদিন ছিল। উপজেলা নির্বাহী অফিসারসহ আরো চারটি দপ্তরে রাখা ছিল টেন্ডার বাক্স। আগ্রহী ব্যক্তিরা টেন্ডার বাক্সে দরপত্র দাখিলের জন্য আসেন। এ সময় ক্ষমতাসীন দু’পক্ষ টেন্ডার জমা দিতে আসলে তাদের মধ্যে ধস্তাধস্তি ও সংঘষের্র ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে দু’পক্ষকেই সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, কিছু লোকজন সিডিউল ফেলতে বাধা দেওয়ায় পুলিশ শক্তি প্রয়োগ করে। পরে সবাই সিডিউল ফেলতে পেরেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন