কোটালীপাড়া উপজেলা সংবাদ দাতা : গোপালগঞ্জের কোটালীপাড়ায় শতবছরের ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বরইভিটা গ্রাম বাংলার প্রাচীনতম ঘোড়দৌড়, প্রতিযোগিতা ও মেলার আয়োজন করেন স্থানীয় জনতা। এ প্রতিযোগিতা উপভোগ করতে হাজার হাজার লোকের সমাগমে বিশাল এক মিলন মেলায় মুখোরিত হয়ে ওঠে গোটা তেতুলবাড়ী এলাকা। মেলা কমিটির সভাপতি সুরেশ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান মাইকেল ওঝা, বিশেষ অতিথি এ্যাডভোকেট বিজন কান্তি বিশ্বাস, ছাত্রলীগ নেতা দিপক সরকার, যুবলীগ নেতা বাদল হাজরা, নিতাই বিশ্বাস, ইউপি সদস্য রনজিত হালদার, সুভাষ গুপ্ত। এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে বিজয়ী পুরস্কার পেতে সুদূর যশোর, নড়াইল, ফরিদপুর, বরিশাল থেকে মালিকরা আসেন তাদের ঘোড়া নিয়ে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এ অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক অর্জুন বৈদ্য।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন