শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বুলুসহ বিএনপি’র ২৯ জনকে গ্রেফতারের নির্দেশ

প্রকাশের সময় : ১৯ মে, ২০১৬, ১২:০০ এএম

কোর্ট রিপোর্টার : রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
এর আগে এ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৪ জনকে পূর্ব শর্তে জামিন দেন আদালত। পরে বিকেলে এসে বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানী শেষে বিচারক জামিন দেন। এর ফলে এ মামলায় এখন পলাতক ২৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে। এর আগে পল্টন থানার এসআই বিবেকানন্দ দেবনাথ ১৪ ফেব্রুয়ারি পল্টন থানার মামলায় আদালতে মির্জা ফখরুলসহ ৫৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলার উল্লেযোগ্য অপর আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আমান উল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, শামসুজ্জামান দুদু, শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাস, আব্দুল আওয়াল মিন্টু, সুলতান সালাহ উদ্দিন টুকু, ডা. এজেডএম জাহিদ হোসেন, আব্দুস সালাম, শফিউল বারী বাবু, সাইফুল ইসলাম নিরব, খায়রুল কবির খোকন ও মীর শরাফাত আলী সপু প্রমুখ।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৫ জানুয়ারি পল্টন থানাধীন হোটেল বকশির সামনে ঢাকা মেট্রো- হ-১১-২৭৩৫ নামক মিনিবাসে আসামিরা ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনায় মির্জা ফখরুলসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন