মাইক্রোম্যাক্স বাজারে নিয়ে এলো বিশ্বের সর্বপ্রথম আঞ্চলিক অপারেটিং সিস্টেম বা টও ‘ইন্ডাস্’ভিত্তিক স্মার্টফোন মাইক্রোম্যাক্স ছ৩৪৬। ৪.৫ ইঞ্চি ডবিøউভিজিএ ডিসপ্লে, ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, ৮ গিগাবাইট রম, ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ভিজিএ ফ্রন্ট ক্যামেরা, ১৭০০ এমএএইচ ব্যাটারি, অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১ এবং অসাধারণ সহজ ইন্টারফেস সম্বলিত দারুণ এই স্মার্টফোনটি ব্যবহার করা যাবে সম্পূর্ণ বাংলায়। মাইক্রোম্যাক্স ছ৩৪৬ ফোনটির ইউজার কোনো ধরনের লগইন বা রেজিস্ট্রেশন ছাড়াই আঞ্চলিক বিষয়বস্তুসম্পন্ন মার্কেটপ্লেস - অ্যাপ বাজার থেকে ২৫,০০০ অ্যাপ ডাউনলোড করার সুবিধা পাবেন। বাংলাদেশে মাইক্রোম্যাক্স ছ৩৪৬ স্মার্টফোনটির লঞ্চিং প্রোগ্রামে উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম, চেয়ারম্যান, সোফেল টেলিকম লিমিটেড; মোহাম্মদ রিয়াজুল ইসলাম, কান্ট্রি হেড, মাইক্রোম্যাক্স ইনফোম্যাটিক্স লিমিটেড এবং সাকিব আরাফাত, হেড অব বিজনেস, সোফেল টেলিকম লিমিটেড। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন