স্টাফ রিপোর্টার : বিএনপি-জামায়াত জোটের দেশবিরোধী সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।
গতকাল বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সামবেশে এই ঘোষণা দেয় ছাত্রলীগ। বিএনপি-জামায়াতের ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের যোগসাজশে দেশবিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রলীগ এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের পরিচালনায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বায়জিদ আহম্মেদ খান, উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদাসহ অন্যরা বক্তব্য রাখেন।
মির্জা আজম বলেন, বিএনপির জন্মই হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে। তাই যাদের জন্ম ষড়যন্ত্রের মাধ্যমে তারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করবেÑ এটাই স্বাভাবিক।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার দ্বারপ্রান্তে। তাই আওয়ামী লীগকে নিয়ে যত ষড়যন্ত্রই করা হোক না কেন সব ষড়যন্ত্রের জবাব দেয়া হবে।
সাইফুর রহমান সোহাগ বলেন, বেগম খালেদা জিয়া ক্ষমতায় যেতে না পেরে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছেন। তারই ধারাবাহিকতায় ইসলামের শত্রু, মুসলমানের শক্র ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়েছেন।
ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সোহাগ বলেন, দেশবিরোধী সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকতে হবে। বিএনপি-জামায়াত-শিবির চক্র যেন কোনো প্রকার ষড়যন্ত্র ও চক্রান্ত করতে না পারে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন