শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

সফটওয়্যার টেকনোলজি পার্ক হিসেবে স্বীকৃতি পেল অগমেডিক্স

প্রকাশের সময় : ২১ মে, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : সফটওয়্যার টেকনোলজি পার্ক (এসটিপি) হিসেবে স্বীকৃতি পেয়েছে অগমেডিক্স বাংলাদেশ ভবন। বাংলাদেশে অগমেডিক্সের এক বছর উদযাপনকালে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়। সম্প্রতি অগমেডিক্স ভবনে অনুষ্ঠিত জমকালো আয়োজনে গুগল গøাসভিত্তিক বিশ্বের প্রথম ও সর্ববৃহৎ এ স্টার্টআপ কোম্পানিটির নতুন লোগো উন্মোচন করা হয় এবং তাদের ভবনের নতুন ব্র্যান্ডিংয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অগমেডিক্স বাংলাদেশে ম্যানেজিং ডিরেক্টর আহমাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী মো. সালাহ্উদ্দিন। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে পর্যায়ক্রমে ও শীঘ্রই অগমেডিক্স বাংলাদেশে প্রায় ৭ হাজার নতুন কর্মী নিয়োগ করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। অগমেডিক্সের সিইও ও কো-ফাউন্ডার ইয়ান শাকিল এবং প্রেসিডেন্ট ও কো-ফাউন্ডার পেলু ট্র্যান গুগল গøাসভিত্তিক বিশ্বের প্রথম ও সর্ববৃহৎ এ স্টার্টআপ কোম্পানির স্বপ্নদ্রষ্টা। সান ফ্রানসিসকোভিত্তিক এ কোম্পানিটি ভারত ও বাংলাদেশে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) হিসেবে ব্যবসা স্থাপন ও পরিচালনা করছে। কোম্পানিটি দ্রæত বিশ্বব্যাপী তাদের ব্যবসা সম্প্রসারণ করছে। তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রণালয় এবং হাই টেক পার্ক অথরিটির সহযোগিতায় পর্যায়ক্রমে ও শীঘ্রই প্রায় ৭ হাজার নতুন কর্মী নিয়োগ দিবে অগমেডিক্স বাংলাদেশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি বলেন, “আমরা অগমেডিক্স ভবনকে ‘সফটওয়্যার টোকনোলজি পার্ক’ হিসেবে স্বীকৃতি দিয়েছি। দেশে বৈদেশিক বিনিয়োগে আগ্রহী করতে সরকারের উদ্যোগ হিসেবে অগমেডিক্স বাংলাদেশ একটি মডেল উদাহরণ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন