কর্পোরেট রিপোর্ট : বাজার মনিটরিংয়ের অভাবে বেশি দামে বিক্রি হচ্ছে সবজি, এমন দাবি ক্রেতাদের। যদিও বিক্রেতারা বলছেন, গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দাম কমেছে ১০ টাকা পর্যন্ত। তবে শুক্রবারে চাহিদা বাড়ায়, মাছের দাম বাড়তি বলে জানালেন বিক্রেতারা। দাম বেড়েছে গরুর মাংসেরও। বাজারে শাকসবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কম। বিক্রেতার এমন দাবি মানতে নারাজ ক্রেতারা। বিক্রেতারা জানালেন, গত সপ্তাহের তুলনায় কেজিতে দশ টাকা কমে করলা, পটল, ঢেঁড়স, কাঁকরোল, মূলা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকার মধ্যে। লেবুর হালি ২৫ টাকা আর চাল কুমড়া ৩০ টাকা পিস। তবে বেড়েছে কাঁচা মরিচের দাম। সরবরাহ পর্যাপ্ত থাকলেও সপ্তাহের অন্য দিনের তুলনায় শুক্রবার মাছের দাম থাকে বাড়তি, জানালেন বিক্রেতারা। বাজারে প্রতিকেজি রুই-কাতলা ২শ থেকে ২শ বিশ, শিং ৪শ থেকে ৫শ, চিংড়ি ৬শ থেকে ৭শ, পাবদা ৬শ থেকে এক হাজার আর পাঁচ মিশালি মাছ বিক্রি হচ্ছে ২শ টাকায়। মাংসের বাজারে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। বাজারে প্রতিকেজি খাসির মাংস ৬শ থেকে ৬৫০ আর কেজিতে ২০ টাকা বেড়ে প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৪২০ টাকায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন