শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

শেষ হচ্ছে বিজটেক বিটুবি কনফারেন্স

প্রকাশের সময় : ২২ মে, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : স্থানীয় বাজারে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি নির্ভর সেবার বাজার সম্প্রসারণে, প্রাইভেট সেক্টর অটোমেশন/ডিজিটালাইজেশন ত্বরান্বিত করা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বাজারের জন্য সক্ষমতা বৃদ্ধিতে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে বেসিস আয়োজন করছে ‘বিজটেক বিটুবি কনফারেন্স’ যা দেশের প্রথম ভিন্নধর্মী বিজনেস সল্যুউশন প্রদর্শনী। যেখানে ব্যাংকিং ও ফিন্যান্স, শিক্ষা, স্বাস্থ্য ও তৈরি পোশাক খাতের উপর ইন্ডাস্ট্রি পেপার উপস্থাপন, আলাদা ৪টি প্যানেল আলোচনা, প্রদর্শনী এবং বিটুবি মিটিং অনুষ্ঠিত হবে। গতকাল থেকে দুদিনব্যাপী এই বিজটেক বিটুবি কনফারেন্স রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এটি চলছে। এতে বেসিসের সদস্যভুক্ত ৩০টি সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি নির্ভর সেবাদানকারী প্রতিষ্ঠান বিভিন্ন খাতের অন্তত ১৬০টি প্রতিষ্ঠানের সাথে বিটুবি বৈঠকে মিলিত হয়। আয়োজনের অংশ হিসেবে গতকাল সকাল ১০টায় ব্যাংকিং ও ফিন্যান্স এবং বিকেল ৩টায় স্বাস্থ্য খাতের উপর প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। একইভাবে আজ সকাল ১০টায় শিক্ষা খাত ও বিকেল ৩টায় তৈরি পোশাক খাতের উপর প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। যেখানে সরকারের নীতিনির্ধারক, তথ্যপ্রযুক্তিসহ ব্যাংকিং ও ফিন্যান্স, শিক্ষা, স্বাস্থ্য ও তৈরি পোশাক খাতের শীর্ষ নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থাকবেন। বেসিসের মহাসচিব ও বিজটেক বিটুবি কনফারেন্সের আহŸায়ক উত্তম কুমার পাল জানান, বিজটেক বিটুবি কনফারেন্স একেবারেই ভিন্নধর্মী আয়োজন। যেখানে আলাদা আলাদা সময়ে আগে থেকেই নিবন্ধিতরা বিটুবি ম্যাচমেকিংয়ে মিলিত হন। সরকার, ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের নিয়ে থাকবে ইন্ডাস্ট্রি পেপার প্রেজেন্টেশন, সরকারসহ বিভিন্ন খাতের নীতিনির্ধারকদের অংশগ্রহণে গোলটেবিল বৈঠক, যাতে সফটওয়্যার খাতের বর্তমান অবস্থা, সক্ষমতা, অটোমেশনসহ নানা দিক তুলে ধরা ও আলোচনা করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন