সেসব আত্মীয়-স্বজন তাদের পরিবার পরিজনের হেফাজত করবেন। হযরত ওরম রা. হযরত হাতেবের কথা শুনে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি অনুমতি দিন, আমি তার শিরচ্ছেদ করবো। এই লোকটি আল্লাহ তায়ালা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খোয়নত করেছে। সে মোনাফেক হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, দেখো, সে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে।
আর রাহীতুল মাখতুম, মূল : আল্লামা সফিউর রহমান মোবারকপুরী,
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন