মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শাবানের চাঁদ দেখা বিভ্রান্তি নিরসনে আগামীকাল কমিটির বিশেষ সভা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৯, ৬:৪৪ পিএম

১৪৪০ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তি কাটছে না। ইসলামিক ফাউন্ডেশন বলছে গত ৬ এপ্রিল দেশের আকাশে শাবানের চাঁদ দেখা যায়নি। অপরদিকে চাঁদ দেখা গেছে মর্মে ইসলামি সংগঠনগুলো সংবাদপত্রে বিবৃতি দেয়া অব্যাহত রেখেছে। আর এমন বিভ্রান্তি নিরসনে আগামীকাল শনিবার এক বিশেষ সভা অনুষ্ঠিত হবে। 

গত ৬ এপ্রিল সন্ধ্যায় চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের জেলা, বিভাগ ও প্রধান কার্যালয়সহ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়। সভায় গৃহীত সিদ্ধান্তে বলা হয়, দেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে আগামী ২১ এপ্রিল রোববার দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে।
এদিকে ওই সিদ্ধান্ত গণমাধ্যমে প্রচারের পর বিভিন্ন ইসলামি সংগঠন চাঁদ দেখা নিয়ে বিবৃতি দিচ্ছে। তাদের দাবি, ৬ এপ্রিল পার্বত্য চট্টগ্রাম এলাকার আকাশে শাবানের চাঁদ দেখা গেছে। এতে করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়। বিভ্রান্তি নিরসনে আগামীকাল শনিবার সকাল ১১টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এক বিশেষ সভার আয়োজন করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য এবং দেশের খ্যাতনামা আলেম-ওলামারা উপস্থিত থাকবেন। সভায় সংশ্লিষ্ট সকলকে এবং যারা চাঁদ দেখার দাবি করেছেন তাদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন