শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

পাকিস্তানের পাশে থাকবে তুরস্ক

বিদেশী সাংবাদিক ও রাষ্ট্রদূতদের বালাকোটে নিয়ে গেল পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

সুসময় ও দুঃসময় যেকোন পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিয়েছে তুরস্ক। বৃহস্পতিবার রিসালপুরে পাকিস্তান বিমান বাহিনীর আসগর খান একাডেমিতে পাকিস্তান বিমান বাহিনীর পাসিং আউট প্যারেডে দেয়া বক্তৃতায় তুরস্কের বিমান বাহিনী প্রধান জেনারেল হাসান কুকুকাকিউজ এ কথা বলেন। তিনি বলেন, পাকিস্তান ও তুরস্কের মধ্যে বহু দশক ধরে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। পাকিস্তান বিমানবাহিনীর দক্ষতার প্রশংসা করে তুর্কী কমান্ডার বলেন, পিএএফ সম্প্রতি পূর্ব সীমান্তে সফলতার সঙ্গে আগ্রাসন প্রতিহত করেছে। অপর দিকে এসএএম’র খবরে বলা হয়, পাকিস্তানের বালাকোটে ভারতের দাবি করা বিমান হামলাস্থল ঘুরে ফিরে দেখেছেন একদল সাংবাদিক, বিদেশী রাষ্ট্রদূত ও প্রতিরক্ষা এটাশেরা। ভারতের দাবি মিথ্যা প্রমাণ করতে পাকিস্তান খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বালাকোট জেলার জাব্বায় বিদেশী সাংবাদিক ও রাষ্ট্রদূতদের সফরের ব্যবস্থা করেছে। গত ২৬ ফেব্রুয়ারি এখানে জয়শে মোহাম্মদের ঘাঁটিতে বিমান হামলা চালানোর দাবি করেছিলো ভারত। ওই হামলার জের ধরে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশ যুদ্ধের কাছাকাছি পৌছে গিয়েছিলো। ১০ এপ্রিল এই সফরে অংশগ্রহণকারীদের বেশিরভাগ ছিলেন ভারতীয় সাংবাদিক এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিরক্ষা এটাশেরা। পাকিস্তান আইএসপিআর জানায়, বিদেশী সফরকারীরা পাথুরে পথ ও সবুজ পঠভূমি পেরিয়ে ভারতের হামলা করা জনমানবহীন উন্মুক্ত খোলা প্রান্তরে পৌছান। তারা কোন জীবনহানী বা অবকাঠামোর ধ্বংস দেখতে পাননি। সফরকারীদের ব্রিফিংকালে আইএসপিআর-এর ডিজি মেজর জেনারেল আসিফ গফুর বলেন যে ঘটনার বিস্তারিত এবং ভূমির বাস্তবতা ভারতের বারবার মিথ্যা দাবি বাতিল করে দেয়। এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mohi Uddin ১৩ এপ্রিল, ২০১৯, ১০:৩৪ এএম says : 1
তুরস্ককে অসংখ্য ধন্যবাদ
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন