ইনকিলাব ডেস্ক : ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি ইসলামিক স্টেট গ্রুপের কাছ থেকে ফালুজার পুনর্দখলে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন। গত রোববার টেলিভিশনে দেয়া ভাষণে এবাদি ফালুজা মুক্ত করার অভিযানের কথা জানান। এক বিবৃতিতে তিনি বলেন, ইসলামিক স্টেট গ্রুপের কাছ থেকে ফালুজা নগরী উদ্ধারে আমরা সামরিক অভিযান শুরু করছি। সেখানকার মাটিতে আবারো ইরাকের পতাকা উত্তোলন করা হবে। জয়েন্ট অপারেশন কমান্ডের জারি করা এক বিবৃতিতে ফালুজার পুনঃনিয়ন্ত্রণ গ্রহণে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেয়া হয়েছে।
গত রোববার ইরাকের সামরিক বাহিনী এখনো যারা ফালুজায় অবস্থান করছে তাদের এ নগরী ছেড়ে যেতে বলেছে। রাজধানী বাগদাদ থেকে ৭০ কিলোমিটার পশ্চিমে এ শহরের অবস্থান এবং এটি আল-আনবার প্রদেশের গুরুত্বপূর্ণ কৌশলগত শহর। ফালুজা বর্তমানে আইএসের ঘাঁটি। ২০১৪ সালের জানুয়ারি মাস থেকে নগরীটি সরকারের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। আবাদি জানান, শহরটি মুক্ত করার জন্য এরইমধ্যে অভিযান শুরু হয়েছে। তিনি বলেন, ইরাকের অন্য শত শত গ্রাম ও শহর যেমন সামরিক বাহিনী এবং স্বেচ্ছাসেবী বাহিনীর পুনর্দখল করেছে তেমনি ফালুজাও সরকারের নিয়ন্ত্রণে আসবে। দেশের পশ্চিমাঞ্চলে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের দায়িত্বপ্রাপ্ত সামরিক বাহিনী বড় বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে বলেও ইরাকের প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন