মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশি যুবকের লাশ বাংলাদেশে পৌঁছেছে। গতকাল শুক্রবার রাত ১টা ৫ মিনিটে মরদেহ বহনকারী মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ ১৯৬ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
এ সময় নিহতদের পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হয় এবং সেই সঙ্গে নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রবাসী কল্যাণ ডেক্স থেকে লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকার চেক দেওয়া হয়।
বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক তানভীর হোসেন গণমাধ্যমকে এসব কথা জানান।
নিহতরা হলেন- চাঁদপুরের আল আমিন (২৪), সোহেল (২৪), নোয়াখালীর গোলাম মোস্তফা (২২), এবং কুমিল্লার মহিন (৩৭) ও রাজু মুন্সি (২৬)। আজ শনিবার ভোর ৪টার পর তাদের স্বজনরা লাশ নিয়ে নিজ নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত রবিবার (৭ এপ্রিল) মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে তাদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়ির চালকসহ ১০ জন নিহত হন। বাসটিতে মোট ৪৩ জন যাত্রী ছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন