স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনায় লজ্জা থাকলে সংসদ সদস্য সেলিম ওসমান সংসদ অধিবেশনে আসবেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
গত পরশু রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষককে দেখতে এসে তিনি এ মন্তব্য করেন।
মোহাম্মদ নাসিম বলেন, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় যে ধরনের প্রতিবাদ হয়েছে, তাদের (যারা ঘটিয়েছে) এ প্রতিবাদের ভাষা বোঝা উচিত। আমি মনে করি তারা নৈতিকভাবে পরাজিত হয়েছে। ওই সংসদ সদস্যের যদি লজ্জা থাকে তাহলে তিনি অধিবেশনে যোগ দেবেন না।
তিনি বলেন, শিক্ষক লাঞ্ছনার ঘটনা ক্ষমার অযোগ্য অপরাধ। আমি মনে করি সংসদ সদস্যের ক্ষমা চাওয়া উচিত। এই ধরনের ঘটনার মাধ্যমে তিনি সকল সংসদ সদস্যকে অপমান করেছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনি (সেলিম ওসমান) জাতীয় পার্টির সংসদ সদস্য। জাতীয় পার্টিরও দায়িত্ব রয়েছে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার।
চিকিৎসাধীন শিক্ষককে হত্যার হুমকি প্রসঙ্গে নাসিম বলেন, যারা এই ধরনের ঘটনা ঘটায় তারা মানবতার শত্রু। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে নিরাপত্তার ব্যবস্থা করার কথা বলেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। আমাদের অবস্থা কঠোর।
শিক্ষকের শারীরিক অবস্থা সম্পর্কে মন্ত্রী বলেন, উনি শারীরিকভাবে সুস্থ আছেন। উনার অনেকগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তবে লাঞ্ছনার শিকার হওয়া একজন শিক্ষক মানসিকভাবে ভেঙে পড়েছেন। আমরা উনার চিকিৎসার দায়িত্ব নিয়েছি। উনি যতদিন চান এখানে চিকিৎসা নিতে পারেন। এজন্য তাকে কোনো খরচ দিতে হবে না।
স্বাস্থ্যমন্ত্রী নাসিম শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে দেখতে হাসপাতালে উপস্থিত হলে শিক্ষক শ্যামল কান্তি তার (মন্ত্রীর) পায়ে মাথা ঠেকিয়ে ভক্তি জানান। এ সময় মন্ত্রীকে কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। মন্ত্রী তাকে ধরে উঠিয়ে বিছানায় বসান। সান্ত¦না দেন।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রি. জে. মো. মিজানুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন