শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের সর্বোৎকৃষ্ট মাধ্যম ইভিএম, স্মার্টকার্ড নাগরিকের তথ্য ভাণ্ডার- প্রধান নির্বাচন কমিশনার

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৯, ২:৫৭ পিএম

বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচনকে ডিজিটাল পদ্ধতিতে নিয়ে আসতে দেশের সব নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। তিনি বলেন, ইভিএম নিয়ে অনেক সমালোচনা থাকবে, কিছু ভুল ভাভ্রিও হবে, তবুও ইভিএম এর ব্যাবহার করা হবে, কারণ সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে ইভিএম ব্যাবহারের বিকল্প নাই।

বুধবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফরিদপুরের সদর উপজেলার স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার একথা বলেন। সিইসির এ উদ্বোধনের মধ্য দিয়ে সদর উপজেলার ৩ লাখ ৩৬ হাজার ১০৪ জনের স্মার্ট জাতীয় পরিচয় বিতরন কার্যক্রমের শুরু হলো।
তিনি বলেন, স্মার্ট জাতীয় পরিচয় পত্র হলো নাগরিকের তথ্যভান্ডার, এর মধ্যে ২৬ ধরনের তথ্য সংরক্ষিত থাকরে। নাগরিক জীবনে স্মার্ট জাতীয় পরিচয় পত্রের গুরুত্ব অনেক। তিনি জানান, দেশের এক কোটি ৪১লাখ নাগরিককে স্মার্ট জাতীয় পরিচয় পত্র প্রদান করা হবে।

রোহিঙ্গাদের ভুল তথ্য দিয়ে ভোটার হওয়া প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গারা যখন এদেশে প্রবেশ করেছে তার কিছুদিন পরই সব রোহিঙ্গাদের দশ আঙ্গুলের ছাপ নিয়ে রেখেছে সরকার। তাই উচ্ছা করলেই ভুল নাম বা ভুল তথ্য দিয়ে রোহিঙ্গারা ভোটার হতে পারবে না।

অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসলাম মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার, ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুজ্জামান, জেলা নির্বাচন অফিসার নায়বুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নূরু আমীন প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি উপস্থিত কয়েকজনের মাঝে স্মার্ট জাতীয় পরিচয় বিতরন করেন।

ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে, ২৫ এপ্রিল২ ২০১৯ থেকে ২৮ আগষ্ট ২০১৯ পর্যন্ত সদর উপজেলার ৩লাখ ৩৬ হাজার ১০৪ জন ভোটারদের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরন করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন