কর্পোারেট ডেস্ক : সুদের হার বাড়ছে যুক্তরাষ্ট্রে। অর্থনৈতিক অবস্থ্যা স্থিতিশীল থাকলে আগামী জুন মাসে যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়তে পারে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এ তথ্য জানিয়েছে। ব্যাংকের সর্বশেষ বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। গত ডিসেম্বরের পর থেকে দেশটিতে সুদের হার ০.২৫ এবং ০.৫ শতাংশে অবস্থান করছে। ফেডের বৈঠক সূত্র জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যে সুবাতাস বইছে, তাতে মূল্যস্ফীতি অনায়াসেই ২ শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ করবে। অন্যদিকে স¤প্রতি কর্মসংস্থান খাতের উন্নতি সুদের হার বাড়ানোর পক্ষে মত দিচ্ছে। তবে এই সিদ্ধান্তকে বিনিয়োগকারীরা যে ভালোভাবে নিচ্ছে না তা নিয়ে চিন্তায় পড়েছেন নীতি-নির্ধারকরা। সুদের হার বাড়ানোর ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়ার আগে দেশের মূল্যস্ফীতি, কর্মসংস্থান ও অর্থনীতির দিকেই চেয়ে আছে ব্যাংক কর্তৃপক্ষ। এমনকি বহির্বিশ্বে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বের হয়ে আসার (ব্রেক্সিট) সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না তারা। ইইউ থেকে যুক্তরাজ্য বের হলে বিশ্ব অর্থনীতি কোন দিকে মোড় নিতে পারে তাও মাথায় রেখেছে ফেড।
এ নিয়ে ব্রিটেনে গণভোটের আগেই এক বৈঠক বসার কথা রয়েছে তাদের। তবে এই ইস্যুকে কেন্দ্র করে বিশেষজ্ঞদের কেউ কেউ আবার সুদের হার বাড়ানোর ব্যাপারে ফেডকে আরো একটু ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন