কোর্ট রিপোর্টার : রাজধানীর ভাটার থানার নাশকতার মামলায় বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ ও সালাহ উদ্দিন আহমেদসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন অদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কুমার পাল সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও মারুফ কামাল খান সোহেল, বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ ও সালাহ উদ্দিনসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর আগে গত বছরের ৩১ জুলাই এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। গতকাল সেই অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি বাসে আগুন দেওয়া ও গাড়ি ভাঙচুরের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে রাজধানীর ভাটারা থানায় এই মামলা দায়ের করা হয়। আদালত সূত্র জানায়, ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মেঘালয়ের আদালতে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনের বিচার চলছে। ঢাকা থেকে উধাও হওয়ার দুই মাস পর গত বছরের ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে হদিস মেলে সালাহ উদ্দিনের। এরপর থেকে শিলং শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় আট কিলোমিটার দূরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছেন সাবেক এই প্রতিমন্ত্রী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন