শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

তাজমহলের গায়ে পোকার আক্রমণ!

প্রকাশের সময় : ২৫ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : শুভ্রতা হারিয়ে ক্রমশ সবুজে-কালো ছোপ ধরছে তাজমহলের গায়ে। এর পেছনে অন্যতম কারণ হলো দূষণ। তাজের গা ছুঁয়ে যাওয়া যমুনায় ক্রমাগত আবর্জনার স্তূপ জমা হওয়ার ফলে এমন দূষণ ছড়াচ্ছে। মমতাজের সমাধি সৌধের গায়ে বাসা বাঁধছে এক ধরনের পোকা। এই বিষয়টি নজরে এসেছে জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের।
এই বিষয়ে সরকারের কাছে রিপোর্ট তলব করেছেন তারা। পাশাপাশি পরিবেশ ও বন মন্ত্রণালয়, উত্তর প্রদেশ সরকার, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এবং পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সংস্থাকে নোটিশ দিয়েছেন গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি স্বতন্ত্র কুমার। আগ্রার বাসিন্দা ও পরিবেশকর্মী ডিকে যোশীর আবেদনের ভিত্তিতে নোটিশ জারি করে গ্রিন ট্রাইব্যুনাল। যোশী জানান, যমুনার পানিতে আবর্জনা জমা করছে পৌরসভা। এর ফলে নদীর পানির গতি স্তব্ধ হয়ে গিয়েছে। জন্ম হচ্ছে এক বিশেষ প্রজাতির পোকা। যার আক্রমণে তাজমহলের দেয়ালের ক্ষতি হচ্ছে। পানির মান খারাপ এবং দূষণ থেকেই এই পোকার জন্ম হয়। আর এই পোকাই নষ্ট করছে তাজমহলের শুভ্রতা। দ্য টেলিগ্রাফ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন