বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

আজ ডিএসইর বুক বিল্ডিংয়ের সফটওয়্যার চালু

প্রকাশের সময় : ২৬ মে, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বুক বিল্ডিং সফটওয়্যার চালু হচ্ছে আজ। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. স্বপন কুমার বালা প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করবেন। বেলা ৩টায় ডিএসইতে এই উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ। নতুন এই বুক বিল্ডিং সিস্টেম সফটওয়্যার চালু হওয়ায় বুক বিল্ডিং সিস্টেমে আসা কোম্পানিগুলোর জন্য ডিএসইর খরচ অনেকাংশে কমে আসবে। ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইর আইসিটি ও লিস্টিং বিভাগের যৌথ উদ্যোগে এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে। এর আগে ডিএসই প্রাথমিকভাবে বুক বিল্ডিং সিস্টেম সফটওয়্যার চালু করেছে। প্রতিষ্ঠানটির আইসিটি বিভাগের এমআইএস বিভাগের উদ্যোগে নিজস্ব প্রকৌশলীদের দ্বারা এই সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে। এটি তৈরিতে প্রায় ছয় মাস সময় লেগেছে। পরবর্তীতে পাবলিক ইস্যু রুলস ২০১৫ এর আইন অনুযায়ী সিস্টেমটির পুনঃনির্মাণ করা হয়েছে। পুনঃনির্মাণকৃত সিস্টেমটি আগের সিস্টেমের চেয়ে আরও বেশি অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর। ভবিষ্যতে সিস্টেমটির সঙ্গে আইপিও ম্যানেজমেন্ট সিস্টেমও ইন্টিগ্রেট করা হবে। যা আইপিও ম্যানেজমেন্টকে আরও সহজতর করবে। এর আগে ২০০৯ সালে ইনফোটেক মিডলইস্ট কোম্পানির কাছ থেকে বুক বিল্ডিং সিস্টেম কেনা হয়। সিস্টেমটিতে ছোটখাটো পরিবর্তন-পরিবর্ধন করতেও ইনফোটেকের প্রায় ছয় মাস সময় লেগে যেত। যা রেগুলেটরি কমপ্লায়েন্সে সমস্যা দেখা দিত। এছাড়াও অ্যানুয়াল মেইন্টেনেন্স আর চেঞ্জ ম্যানেজমেন্টের জন্য ইনফোটেককে বাৎসরিক একটি নির্দিষ্ট হারে ফি প্রদান করতে হতো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন