শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

নির্মাণ ও কাঠশিল্প পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী আজ

প্রকাশের সময় : ২৬ মে, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : বিশ্বের সর্বাধুনিক নির্মাণ অবকাঠামো এবং কাঠশিল্পের নতুন আবিষ্কার, প্রযুক্তি ও পণ্যের সাথে পরিচয় করিয়ে দিতে ‘দ্বিতীয় বাংলাদেশ বিল্ডকন ২০১৬’ এবং ‘জেট প্রেজেন্টস দ্বিতীয় বাংলাদেশ উড ২০১৬’ শীর্ষক  দুটি আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। আয়োজকরা জানান, বাংলাদেশ ছাড়া প্রদর্শনীতে চীন, ভারত, তুরস্ক, হংকং, যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, ইতালি, অস্ট্রিয়া এবং মালয়েশিয়ার শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে। এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন লিমিটেডের পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, দ্বিতীয় বিল্ডকনের মূল উদ্দেশ্য দ্রুত বর্ধনশীল নির্মাণ শিল্প-সংশ্লিষ্ট সব ধরনের পণ্য-সামগ্রী তুলে ধরা এবং এ শিল্পকে আরো একধাপ এগিয়ে নেয়া। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে অনুষ্ঠিতব্য তিন দিনের এ প্রদর্শনীতে দেশ-বিদেশের শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস লিমিটেড যৌথভাবে প্রদর্শনী দুটির আয়োজন করেছে। সহযোগিতা করেছে ভারতের পিএইচডি চেম্বার অব কমার্স। প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন