বুরকিনা ফাসোতে একটি খিস্ট্রান চার্চে হামলায় একজন যাজকসহ কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরে সিলগাদজি গ্রামে রোববারের প্রার্থনার সময় ওই সহিংস হামলা হয়। মালি’র সঙ্গে প্রায় উন্মুক্ত সীমান্ত থেকে এই এলাকাটি খুব দূরে নয়। সরকারের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বুরকিনা ফাসোর সাহেল অঞ্চলের যোগাযোগ বিষয়ক পরিচালক আরবাইন কাবোরে সোমবার জানিয়েছেন, রোববারের প্রার্থনাসভা চলছিল। এ সময় সেখানে হামলা হয়। এতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। তবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন