রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

শেখ হাসিনার আদর্শের রাজনীতি বিকশিত করতে কাজ করছে যুবলীগ-ওমর ফারুক চৌধুরী

প্রকাশের সময় : ২৬ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আওয়ামী যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এখন সারা বিশ্বের কাছে এক রোল মডেল। যুবলীগ শেখ হাসিনার আদর্শের রাজনীতি বিকশিত করতে কাজ করে চলেছে।
গতকাল (বুধবার) সকালে পূর্ব শেওড়াপাড়া হাজী আশ্রাফ আলী হাই স্কুলে যুবলীগ ঢাকা মহানগর উত্তর শাখার ১৪নং ওয়ার্ড যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ওমর ফারুক চৌধুরী বলেন, আমি যুবলীগের দায়িত্ব নেয়ার পর যুবলীগকে নতুন চিন্তায় তারুণ্যের উদ্দীপ্ত সংগঠন হিসেবে কাজ করে চলছি। বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমিতে বই, পোস্টার, প্রদর্শনী ছাড়াও তারুণ্যকে মনোযোগী করছি শিল্প-সংস্কৃতিতে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে বিশ্বের রোল মডেল হিসেবে চেনানোর জন্য গবেষক দল গঠন করেছি। এই টিম শুধু বাংলাদেশে নয় বিশ্বের ৩৯টি দেশে কাজ করেছে।
তিনি বলেন, বিদেশে আইনজীবী, সাংবাদিক, অধ্যাপকসহ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে কর্মশালার মাধ্যমে মতপ্রকাশ করেছে এই টিম। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে শান্তি প্রক্রিয়া নিয়ে কাজ করছেন। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির মাধ্যমে নজিরবিহীনভাবে শান্তিপূর্ণ উপায়ে সংকট নিরসনের পথ দেখিয়েছেন বিশ্বকে। সবার মতামত পাওয়ার পর আমরা জাতিসংঘে গিয়ে সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ভাবনাগুলো উপস্থাপন করেছি। শেখ হাসিনা আজকে সারা বিশ্বের গর্বিত নেত্রী। জাতিসংঘে ১৯৪টি রাষ্ট্র জনগণের ক্ষমতায়ন নিয়ে শেখ হাসিনাকে স্বীকৃতি দিয়েছে। জনগণ হলো সার্বভৌম। তাদের সিদ্ধান্তই হলো চূড়ান্ত। জনগণ তাদের অধিকার যত বেশি লাভ করবে তত বেশি আমরা শান্তির পথে এগিয়ে যাব।
সম্মেলনে বিশেষ অতিথি যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঢাকা-১৫ আসনের এমপি কামাল আহম্মেদ মজুমদার, যুবলীগ সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মাহমুদ জাহিদ, দপ্তর সম্পাদক কাজী আনিছুর রহমান উপস্থিত ছিলেন। উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল। বক্তব্য রাখেন, মো. ইসমাইল হোসেন, সহ-সভাপতি বাদল মহসিন, হাজী মো. সাবুল বাশার, হুমায়ুন রশিদ জনি, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সেলিম। সভাপতিত্ব করেন এইচএম মাহবুবুর রহমান। পরিচালনা করেন কাজী সরোয়ার হোসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন