শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী জীবন

মহানবীর সা. ধারাবাহিক জীবনী

আল্লামা মুফতী উবায়দুর রহমান খান নদভী | প্রকাশের সময় : ৩ মে, ২০১৯, ১২:১১ এএম

জাহাফা বা তার আরও কিছু এগিয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা হযরত আব্বাসের সাথে দেখা। তিনি ইসলামগ্রহণ করে সপরিপারে মদীনায় হিজরত করে যাচ্ছিলেন। আবওয়া নামক জায়গায় পৌঁছে তার চাচাতো ভাই আবু সুফিয়ান ইবনে হারেস এবং ফুফাতো ভাই আব্দুল্লাহ ইবনে উমাইয়ার সাথে দেখা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুখ ফিরিয়ে নিলেন।
আর রাহীতুল মাখতুম, মূল : আল্লামা সফিউর রহমান মোবারকপুরী, অনুবাদ: খাদিজা আখতার রেজায়ী
দৈনন্দিন জীবনে ইসলাম
প্র: এক ব্যক্তি রেল, স্টিমার বা লঞ্চে কিবলামুখী হয়ে নামায শুরু করলো, এরপর নামাযের মধ্যেই রেল, স্টিমার বা লঞ্চটির গতি কিবলার দিক হতে অন্য কোন দিকে ফিরে গেলো, এক্ষেত্রে নামাযরত ব্যক্তি কি করবে?
উ : এই নামাযী ব্যক্তি নামাযের ভিতরেই ধীরে ধীরে কিবলার দিকে ফিরে দাঁড়াবে।
কিবলার যাবতীয় আহকাম, নামাযে জানাযাহ এবং সিজদায়ে তেলাওয়াতের ক্ষেত্রেও প্রযোজ্য।
প্র: গভীর চিন্তা-ভাবনার পর একদিকে ফিরে নামায আদায় করার পর কেউ যদি সঠিক কিবলা জানতে পারে, সে কি করবে?
উ : তার নামায আদায় হয়ে যাবে। পুনরায় ওই নামায পড়ার দরকার নেই।
প্র: এক ব্যক্তি রেল, স্টিমার বা লঞ্চে কিবলামুখী হয়ে নামায শুরু করলো, এরপর নামাযের মধ্যেই রেল, স্টিমার বা লঞ্চটির গতি কিবলার দিক হতে অন্য কোন দিকে ফিরে গেলো, এক্ষেত্রে নামাযরত ব্যক্তি কি করবে?
উ : এই নামাযী ব্যক্তি নামাযের ভিতরেই ধীরে ধীরে কিবলার দিকে ফিরে দাঁড়াবে।
কিবলার যাবতীয় আহকাম, নামাযে জানাযাহ এবং সিজদায়ে তেলাওয়াতের ক্ষেত্রেও প্রযোজ্য।
প্র: গভীর চিন্তা-ভাবনার পর একদিকে ফিরে নামায আদায় করার পর কেউ যদি সঠিক কিবলা জানতে পারে, সে কি করবে?
উ : তার নামায আদায় হয়ে যাবে। পুনরায় ওই নামায পড়ার দরকার নেই।
প্রঃ এক মুয়াজ্জিন দুই মসজিদে আযান দিতে পারবে কি?
উঃ সংশ্লিষ্ট নামাযটি পড়ার আগে দিতে পারবে।
প্র: নামাজের সামনে দিয়ে কেউ চলে গেলে নামাজের কোন ক্ষতি হয় কি?
উ: না, নামাজের কোন ক্ষতি হয় না। তবে সামনে দিয়ে অতিক্রমকারীর মারাত্মক গোনাহ হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন