শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

শান্তি আলোচনা নয়, আমৃত্যু লড়াইয়ের ঘোষণা নতুন তালিবান নেতার

প্রকাশের সময় : ২৭ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানে তালিবানের নতুন নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা বলেছেন, কাবুল সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসবে না তার  দল। এক অডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি। মার্কিন ড্রোন হামলায় তার পূর্বসূরি মোল্লা আখতার মানসুর নিহত হওয়ার কয়েক দিনের মধ্যেই এ ঘোষণা দেয়া হলো। তালিবানের মুখপাত্র এ বার্তা প্রকাশ করেছেন। এতে হাইবাতুল্লাহ আখুনজাদা নামে পরিচয় দানকারীর কণ্ঠে বলা হয়, ‘না, না, তালিবান কখনই কোনো ধরনের শান্তি আলোচনায় বসবে না। মানুষ মনে করছে মোল্লা মানসুরের মৃত্যুর পর তালিবান অস্ত্রসমর্পণ করবে কিন্তু না, আমৃত্যু লড়াই করবে তালিবান। তবে এটি সত্যিই আখুনজাদার কণ্ঠ কিনা বা কখন এ বার্তা রেকর্ড করা হয়েছে তা নিশ্চিত নয়। দুই তালিবান কমান্ডার বুধবার শেষ বেলায় সাংবাদিকদের কাছে এ অডিও বার্তা দেন। তারা বলেন, এতে তালিবানের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি আছে। অপরদিকে তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, তিনি এ অডিও বার্তা প্রকাশ করেননি।
এদিকে, গত বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে মৌলভি হাইবাতুল্লাহ আকুনজাদা নামে আফগান তালিবান তাদের নতুন নেতার নাম ঘোষণা করেছে বলে জানানো হয়। এক বিবৃতিতে তালিবান প্রথমবারের মতো স্বীকার করেছে, তাদের সংগঠনের নেতা মোল্লা আখতার মানসুর নিহত হয়েছেন। তাঁর উত্তরসূরি হিসেবে মৌলভি হাইবাতুল্লাহর নাম ঘোষণা করা হয়েছে। গত শনিবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলা নিহত হন মোল্লা মানসুর। হামলার সময় তিনি গাড়িতে ছিলেন। তালিবানের প্রতিষ্ঠাতা প্রধান মোল্লা ওমর ২০১৩ সালে মারা যান। তাঁর মৃত্যুর খবর ২০১৫ সালে নিশ্চিত করে জঙ্গি সংগঠনটি। ২০১৫ সালের জুলাইয়ে তালিবানপ্রধান হিসেবে নিযুক্ত হন মোল্লা মানসুর। তাঁর ওই নিয়োগ নিয়ে তখন তালিবানে অন্তর্দ্বন্দ্বের খবর বেরোয়। গত বছরের ডিসেম্বরে খবর ছড়িয়ে পড়ে, পাকিস্তানের কোয়েটা নগরের উপকণ্ঠে তালিবানের জ্যেষ্ঠ কমান্ডারদের বৈঠকে অন্তর্দ্বন্দ্বের জের ধরে মোল্লা মানসুর গুলিতে নিহত হয়েছেন। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Ahmed Hamim ২৭ মে, ২০১৬, ১১:১৮ এএম says : 0
ধন্যবাদ তালেবান, মুসলমানদের বিজয় না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবেই
Total Reply(0)
Rajon Al Islam ২৭ মে, ২০১৬, ১১:১৮ এএম says : 0
ফি আমানিল্লাহ্
Total Reply(0)
Taher Khan ২৭ মে, ২০১৬, ১১:১৯ এএম says : 0
ish amon akjon neta jodi amra petam
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন