শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

রাজধানীতে দুই দিনব্যাপী জাকাত ফেয়ার শুরু আজ

প্রকাশের সময় : ২৭ মে, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : চতুর্থবারের মতো রাজধানীতে দুই দিনব্যাপী জাকাত ফেয়ার আজ শুরু হচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘মেকিং এ ডিফারেন্স উইথ জাকাত’। মেলার উদ্বোধন করবেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল। মেলায় বই, উপহার সামগ্রী ও বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানের স্টলসহ জাকাত ফেয়ারে জাকাত বিষয়ক পরামর্শ নেয়ার জন্য ডেস্ক থাকছে। এছাড়া বিভিন্ন ইসলামিক বই, জাকাতভিত্তিক এনজিও এবং বিভিন্ন বাণিজ্যিক স্টল থাকবে। এবারের জাকাত মেলার স্পন্সর হিসেবে রয়েছে ইসলামি ব্যাংক্স কনসালটেটিভ ফোরাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এক্সিম ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ইসলামিক রিলিফ বাংলাদেশ, মান বাংলাদেশসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান। জাকাত ফেয়ার প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়নে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মেলার আয়োজক কমিটির সদস্য সচিব ড. মো. মাহবুবুর রহমান এসময় বক্তব্য রাখেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান নিয়াজ রহিম এবং জেনারেল ম্যানেজার খন্দকার জাকারিয়া আহমেদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন