শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

বিও বাড়ছে পুঁজিবাজারে

প্রকাশের সময় : ২৭ মে, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : পুঁজিবাজারে বিও হিসাবের সংখ্যা বাড়ছে। সেন্ট্রাল ডিপজিটরি লিঃ (সিডিবিএল) সূত্রে জানা গেছে, গত সাড়ে চার মাসে অর্থাৎ ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত বেনিফিসিয়ারি ওনার্স (বিও) হিসাব সংখ্যা বেড়েছে ৫৯ হাজার ৭৭৬টি। তবে বিও বাড়লেও এ সময় পুঁজিবাজারে লেনদেন বাড়েনি। উল্টো সূচকের পাশাপাশি লেনদেন আরও কমছে। সূত্রমতে, রোববার পর্যন্ত সিডিবিএলে সচল বিও হিসাব সংখ্যা হয়েছে ৩২ লাখ ২২ হাজার ৮৯টি। যা ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত সময়ে ছিল ৩১ লাখ ৬২ হাজার ৩১৩টি। এর মধ্যে পুরুষ বিনিয়োগকারীর বিও হিসাব রয়েছে ২৩ লাখ ৩৯ হাজার ৭৮৭টি এবং নারী বিনিয়োগকারীর বিও হিসাব রয়েছে ৮ লাখ ৭১ হাজার ৫৩২টি। আর বিভিন্ন কোম্পানীর কাছে রয়েছে ১০ হাজার ৭৭০টি বিও হিসাব। একাধিক শীর্ষ ব্রোকারেজ হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তারা জানান, আলোচিত সময়ে অধিকাংশ বিও হিসাব খোলা হয়েছে আইপিও ইস্যুতে। প্রসঙ্গত, ৩০ জুন, ২০১৫ সমাপ্ত সময়ে বার্ষিক বিও হিসাব ফি পরিশোধ না করায় ৬১ হাজার ৫২১টি বিও হিসাব বন্ধ করা হয়েছে। সিডিবিএলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানায়, দুইভাবে বিও হিসাব বন্ধ করা যায়। যেমনÑ বার্ষিক বিও হিসাব ফি পরিশোধ না করা হলে এবং গ্রাহক নিজে হিসাব বন্ধ করতে চাইলে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন