শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

কৃষিঋণ বিতরণ বেড়েছে

প্রকাশের সময় : ২৭ মে, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : কৃষিঋণ বিতরণ বেড়েছে। চলতি অর্থবছরের দশ মাসে (জুলাই-এপ্রিল) লক্ষ্যমাত্রার ৮৬ শতাংশেরও বেশি কৃষিঋণ বিতরণ হয়েছে। এ সময়ে দেশের ৫৬ ব্যাংকের মধ্যে ২৫টি ব্যাংক কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। এ বছর কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ১৪ হাজার ১২৮ কোটি টাকা। গত বছর এর পরিমাণ ছিল ১২ হাজার ৩৯৯ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি ২০১৫-১৬ অর্থবছরে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে ১৬ হাজার ৪০০ কোটি টাকা। জুলাই-এপ্রিল ১০ মাসে কৃষিঋণ বিতরণ হয়েছে ১৪ হাজার ১২৮ কোটি ১৫ লাখ টাকা অর্থাৎ লক্ষ্যমাত্রার প্রায় ৮৬ দশমিক ১৫ শতাংশ। গত ২০১৪-১৫ অর্থবছরের লক্ষ্যমাত্রা ছিল ১৫ হাজার ৫০০ কোটি টাকা। ওই অর্থবছরের ১০ মাসে বিতরণ করা হয়েছিল ১২ হাজার ৩৯৯ কোটি ১৮ লাখ টাকা। অর্থাৎ চলতি বছরে গতবছরের একই সময়ের চেয়ে প্রায় ১৩ দশমিক ৯৪ শতাংশ বিতরণ বেশি হয়েছে। তথ্য পর্যালোচনায় দেখা যায়, শস্যঋণ বিতরণ করা হয়েছে ৬ হাজার ৬০৫ কোটি ৪২ লাখ টাকা। পশুপালনে গত বছরের একই সময়ের চেয়ে বেড়েছে প্রায় ৪০০ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, অর্থবছরের ১০ মাসে বিদেশী খাতের হাবিব ব্যাংক ৬ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৩০ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করেছে। সিটি ব্যাংক এনএ ২৫৪ শতাংশের বেশি কৃষিঋণ বিতরণ করেছে। মোট বিতরণকৃত ঋণের পরিমাণ ১৭ কোটি টাকা। সিটি ব্যাংক লক্ষ্যমাত্রার ২০৬ শতাংশ বেশি কৃষিঋণ বিতরণ করেছে। টাকার অংকে ১৮০ কোটি টাকা। ইস্টার্ন ব্যাংক লক্ষ্যমাত্রার ১৭৪ শতাংশের মধ্যে কৃষিঋণ বিতরণ করেছে ১৯০ কোটি টাকা। প্রিমিয়ার ব্যাংক ১১০ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করেছে, যা লক্ষ্যমাত্রার তুলনায় ১৭২ শতাংশের বেশি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন