শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

গয়েশ্বর গংরা এখনি সাবধান না হলে নতুন সুন্দর জেলখানা তাদেরকেই স্বাগত জানাতে পারে : ওলামা লীগ

প্রকাশের সময় : ২৭ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : হিন্দু মৌলবাদী গয়েশ্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদপত্রের মাধ্যমে বলেছেন সম্প্রতি চালু করা নতুন এবং সুন্দর জেলখানায় যাওয়ার জন্য প্রস্তুত থাকতে। এ বিষয়ে বাংলাদেশ ওলামী লীগের বক্তব্য হলো দুধে ধোয়া ভারতের এজেন্ট হিন্দু মৌলবাদী গয়েশ্বর গভীর রাতে সুরঞ্জিত এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে গোপন বৈঠক করে যে স্বপ্ন দেখে বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে বক্তব্য প্রকাশ করেন, এই বিষয়টি ওলামা লীগ জানে, দেশপ্রেমিক জনতা জানে, বিএনপির নেতারাও জানে। আওয়ামী ওলামা লীগের কার্যকরী সভাপতি আলহাজ হাফেজ মাও. আব্দুস সাত্তার, কেন্দ্রীয় সভাপতি পীর আখতার হোসেন বুখারী, সাধারণ সম্পাদক কাজী মাওলানা আবুল হোসনে শেখ শরীয়তপুরী গতকাল এক বিবৃতিতে একথা বলেছেন।
নেতৃবৃন্দ বলেন, এক পা ভারতে রেখে বাংলাদেশ বাস করে রাজনীতির নামে গয়েশ্বররা যা বলেন, যা ভাবেন এবং ষড়যন্ত্র করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা সম্যক অবগত। স্মরণ করা দরকার শেখ হাসিনার শরীরে এশিয়ার লৌহমানব বঙ্গবন্ধুর রক্তে প্রবাহিত, রঙিন খোয়াবের স্বপ্নে ধুলিতে মিশে যাবে। মৌলবাদী গয়েশ্বরদের আরো জানা দরকার বাংলাদেশে বসে বাংলাদেশের অগণিত অর্থ ভারতে পাচার করে যুদ্ধাপরাধী দেশ পাকিস্তানিদের সাথে চক্রান্ত করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ হয়ে মোসাদের লেজুড় ধরেও তারা মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আওয়ামী লীগকে হঠাতে ব্যর্থ হয়েছে। অথচ বহির্বিশ্ব ক্রমান্নয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাহবা দিতে শুরু করেছে। সুতারং বাবুদের জানিয়ে দিচ্ছি ্আওয়ামী লীগের ভিতরে বাইরের হিন্দু চক্রান্তকারীদের সাথে গোপন বৈঠক করে যে দিবা স্বপ্ন দেখেন তা গয়েশ্বর এবং তার দলের উপরেই বর্তাতে পারে। দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট এটা বুঝা খুব কঠিন নয়। তাই গয়েশ্বরদের এখনই সাবধান হওয়া উচিত, নতুবা নতুন এবং সুন্দর জেলখানা গয়েশ্বর গংদের স্বাগত জানাতে পারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন