শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বগুড়া উপনির্বাচনে যাচ্ছে বিএনপি

খালেদা জিয়াসহ ৫ জনের প্রাথমিক মনোনয়ন ঘোষণা

মহসিন রাজু বগুড়া থেকে : | প্রকাশের সময় : ২২ মে, ২০১৯, ১২:০৩ এএম

অনেক অপেক্ষার পর বিএনপি হাইকমান্ড বগুড়া ৬ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রার্থী হিসেবে কারারুদ্ধ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ৫ জনের নাম মনোনীত করা হয়েছে। বেগম খালেদা জিয়া ছাড়া অন্য ৪ জন হলেন যথাক্রমে সাবেক এমপি ও বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক জিএম সিরাজ, বগুড়ার পৌর মেয়র এ্যাড. মাহাবুবুর রহমান, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদনি চান।
দলীয় নির্দেশনায় বলা হয়েছে এই ৫ জন দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে মনোনয়ন দাখিল করবেন পরে এদের মধ্যে ১ জনকে চূড়ান্ত প্রার্থী রেখে বাকি ৪ জনের মনোয়ন প্রত্যাহার করা হবে ।
বগুড়া সদর আসনের উপনির্বাচনী তফশীল ঘোষণার পর থেকে বিএনপি নির্বাচনে যাবে কিনা, দলের প্রার্থী কে হবেন তা’ দলের নেতা কর্মীদের মধ্যে বিভ্রান্তি, হতাশা, উদ্বেগ কাজ করছিল। এরই মধ্যে এক সপ্তাহ আগে সাবেক সংসদ সদস্য জিএম সিরাজকে দলের আহ্বায়ক করে ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয় । ধারণা করা হয় যে জি এম সিরাজকে উপনির্বাচনে প্রার্থী করে তাকে জিতিয়ে আনার কৌশল নিয়েই নতুন কমিটির আহ্বায়ক তাকে করা হয়েছে । এমন প্রেক্ষাপটে গতকাল সন্ধ্যায় দলের মনোনয়ন ঘোষণাকে দলের নেতা কর্মীরা হাইকমান্ডের উপহার হিসেবেই চিহ্নিত করছেন। এক সাথে চারজনের মনোনয়ন ঘোষণার ফলে ২৩ তারিখ পর্যন্ত দলটির নেতা কর্মীদের মনোনয়ন দাখিল নিয়ে ব্যস্ত থাকতে হবে। আর ৪ জুন পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা নিয়ে থাকতে হবে চরম টেনশনে। তবে এই সিদ্ধান্তের মাধ্যমে বিএনপি যে উপনির্বাচনে অংশ নিচ্ছে সেটা নিয়ে সৃষ্ট বিভ্রান্তির অবসান ঘটেছে ।
অপরদিকে এই আসনে ইতোমধ্যেই আওয়ামী লীগ হাইকমান্ড দলের যুগ্ম সম্পাদক টি জামান নিকেতাকে এবং জাতীয় পার্টি সাবেক এমপি নুরুল ইসলাম ওমরকে দলের প্রার্থী হিসেবে চ‚ড়ান্ত করেছে। তবে মহাজোটগত ভাবে হয়তো নুরুল ইসলাম ওমরই হবেন চ‚ড়ান্ত প্রার্থী ।
এদিকে স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে মনোনয়ন তুলেছেন বগুড়া সদর আসনের সাবেক সংসদ সদস্য ঐতিহ্যবাহী ভান্ডারী শিল্প গ্রুপ পরিবারের সাইফুর রহমান রাজ ভান্ডরী, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু । এছাড়াও আবুল হাসান নামে আরও একজন এবং বাংলাদেশ কংগ্রেস দলের পক্ষ থেকে মনসুর রহমান মনোনয়ন উত্তোলন করেছেন ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন