কর্পোরেট রিপোর্ট : বাণিজ্য মেলার মেয়াদ বাড়ছে না। গত ১ জানুয়ারি থেকে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়। ৩১ জানুয়ারি রোববার মেলার পর্দা নামছে। মেলার আয়োজক রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্র জানায়, এবার মেলার মেয়াদ বাড়ানো হবে না। গতবছর রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে স্টল-প্যাভিলিয়ন মালিকদের দাবির প্রেক্ষিতে মেলার মেয়াদ নির্ধারিত সময়ের পর ১০ দিন বাড়ানো হয়েছিল। ইপিবির উপ-পরিচালক (অর্থ) ও মেলার আয়োজক কমিটির সদস্য সচিব রেজাউল করিম বলেন, এবার মানুষ স্বাচ্ছন্দ্যে মেলায় আসতে পেরেছেন। এজন্য স্টল ও প্যাভিলিয়ন মালিকরা খুশি। তাদের ব্যবসাও ভালো হয়েছে। তবে কারও কারও লক্ষ্যমাত্রা পূরণ নাও হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন