বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মংলায় আজ বনদস্যু মাস্টার বাহিনী প্রধান ও তার সহযোগীরা অস্ত্রসহ আত্মসমর্পণ করবে

প্রকাশের সময় : ২৯ মে, ২০১৬, ১২:০০ এএম

মংলা প্রতিনিধি :আজ মংলায় অস্ত্রসহ আত্মসমর্পণ করবে সুন্দরবনের বনদস্যু মাস্টার বাহিনী প্রধান সোহাগ মাস্টার ও তার সহযোগীরা। রোববার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করবে। এরই মধ্যে আত্মসমর্পণের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। র‌্যাব এই তথ্য নিশ্চিত করেছে।
র‌্যাব-৬ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সুরুজ মিয়া জানান,সুন্দরবনের কুখ্যাত বনদস্যু মাস্টার বাহিনী প্রধানের আত্মসমর্পণ করার কথা রয়েছে ।এ উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ রোববার দুপুর ১টায় মংলা বন্দরে আসছেন।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, মাস্টার বাহিনীর কাছে থাকা যে সব অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র রয়েছে তা তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দিয়ে আত্মসমর্পণ করবেন। তাদের আইনের কাছে সোপর্দ করার জন্য স্থানীয় পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে। আত্মসমর্পণের পর বনদস্যুরা আইন মোকাবিলা করে পরে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন