বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

খালেদাসহ ৩৮ জনের অভিযোগপত্র গ্রহণের আদেশ ২ মার্চ

প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কোর্ট রিপোর্টার ঃ রাজধানীর যাত্রাবাড়ী থানার নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে দাখিল করা দুটি অভিযোগপত্র গ্রহণের শুনানি পিছিয়ে আগামী ২ মার্চ দিন ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন নতুন করে এ তারিখ ধার্য করেন। এর আগে গত বছরের ৬ মে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক বশির আহম্মেদ ও ১৯ মে গোয়েন্দা পুলিশ উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম এ অভিযোগপত্র দুটি আদালতে দাখিল করেন। এ অভিযোগপত্রে খালেদা জিয়াসহ ৩১ জনকে পলাতক দেখানো হয়েছে। অভিযোগপত্রের অন্যতম আসামিরা হলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এম কে আনোয়ার, শওকক মাহমুদ, মীর আবু জাফর সামসুদ্দিন, মারুফ কামাল খান, রুহুল কবীর রিজভী, বরকত উল্লাহ বুলু, আমানউল্লহ আমান, মীর সরাফাত আলী সপু, হাবিবুন নবী খান সোহেল, আজিজুল বারি হেলাল, এম এ কাইয়ুম কমিশনার, লতিফ কমিশনার, আলহাজ সালাহউদ্দিন আহম্মেদ, নবীউল্লাহ নবী, সুলতান সালাহউদ্দিন টুকুসহ ৩৮ জন।
মামলার নথি সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এতে বাসের ৩১ যাত্রী দগ্ধ হন। এদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে ১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় নূর আলম (৬০) নামে এক যাত্রী মারা যায়। পরে এ ঘটনায় ২৪ জানুয়ারি বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) কে এম নুরুজ্জামান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন