রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইসিটি এন্ড ক্যারিয়ার

প্রথম তিন মাসে বেশিবার ডাউনলোড হয়েছে যেসব অ্যাপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৯, ৮:৫৩ পিএম

হোয়াটসঅ্যাপএই বছরের প্রথম তিন মাসে সবচেয়ে বেশিবার ডাউনলোড হওয়া অ্যাপের তালিকা প্রকাশ করেছে অ্যাপ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ার। এই সময়ের মধ্যে মোট ডাউনলোডের দিক থেকে শীর্ষে আছে হোয়াটসঅ্যাপ।
সেন্সর টাওয়ারের হিসাব বলছে, ২০১৯ সালের প্রথম প্রান্তিকে (জানয়ারি থেকে মার্চ) বিশ্বজুড়ে মোট ২২ কোটি ৩০ লাখ বার ডাউনলোড হয়েছে এই অ্যাপ। অবশ্য আইওএস ডিভাইসে মোট ডাউনলোডের দিকে থেকে এক নম্বরে আছে টিকটক। ২০১৯ সালের প্রথম তিন মাসে অ্যাপস্টোর থেকে মোট ৩ কোটি ৩০ লাখ বার ডাউনলোড হয়েছে এই অ্যাপ।
২০১৮ সালের শেষ চার মাসে ডাউনলোডের দিক থেকে যে চারটি অ্যাপ সবার উপরে ছিল তার সবগুলোই এই বছরের প্রথম তিন মাসে নিজেদের জায়গা ধরে রেখেছে।
এবারের তালিকায় হোয়াটসঅ্যাপের পরেই আছে ফেসবুক মেসেঞ্জার। এটা মোট ২০ কোটি ৯০ লাখ বার ডাউনলোড হয়েছে। মোট ডাউনলোডের দিক থেকে তিন নম্বরে আছে টিকটক। এরপর চার ও পাঁচ নম্বরে আছে যথাক্রমে ফেসবুক ও ইনস্টাগ্রাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন