হোম অফিসের দিন শেষ, এখন অফিসে এসেই করতে হবে কাজ। কর্মীদের প্রতি এমন ঘোষণাই দিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আগামি ৫ই সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই ঘোষণা। দ্য ভার্জের কাছে এসেছে কর্মীদের কাছে পাঠানো সেই ইমেইল বার্তাটিও। এতে বলা হয়েছে, প্রতি সপ্তাহে একজন কর্মী তিন দিন অফিসে এসে কাজ করবে বলে আশা করে অ্যাপল। বøুমবার্গে প্রথম এই রিপোর্টটি প্রকাশিত হয়। অ্যাপল জানিয়েছে, স্যানফ্রান্সিস্কোর ‘বে এরিয়া’র কর্মীদের সপ্তাহের মঙ্গলবার এবং বৃহস্পতিবার অফিস আসতে হবে। এবং তৃতীয় আরেকটি দিন ঠিক করা হবে আলাদা আলাদা দলের সুবিধামতো। এছাড়া বাড়িতে বসেও কাজ করা যাবে বাকি দিনগুলোতে। গত বছরের জুন মাসে অ্যাপল প্রথম তাদের হাইব্রিড ওয়ার্ক মডেল ঘোষণা করে। তবে সেটি কার্যকর হতে এক বছরেরও বেশি সময় লাগলো। তবে এই ঘোষণাটিকে ভাল চোখে দেখছেন না অ্যাপল কর্মচারীরা। তারা এরইমধ্যে অফিসে ফেরার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। যদিও মহামারি পুরোপুরি না যাওয়ায় অ্যাপলও এই ওয়ার্ক মডেল চালু করতে সময় নিচ্ছিল। ফলে ওই প্রতিবাদও আস্তে আস্তে দুর্বল হয়ে আসে। ইন্ডিয়া টুডে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন