শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্টে ফ্ল্যাটের আইডির লটারি আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

রাজধানীর উত্তরা অ্যাপার্টমেন্টে ফ্ল্যাটের আইডির লটারি আজ। উত্তরা ১৮ নম্বর সেক্টরে অ্যাপার্টমেন্ট প্রকল্পের এ ব্লকে নির্মিত এক হাজার ৬৫৪ বর্গফুট আয়তনের সব পর্যায়ে ফ্ল্যাট বরাদ্দ দিতে লটারির আয়োজন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজউক অডিটরিয়ামে এই লটারি অনুষ্ঠিত হবে। রাজউকের পরিচালক বোর্ড, জনসংযোগ ও প্রটোকল শামীম মোমেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, যেসব বরাদ্দগ্রহীতা এখন পর্যন্ত প্রথম কিস্তি থেকে চতুর্থ কিস্তি পরিশোধ করেছেন তারা লটারিতে অংশগ্রহণের সুযোগ পাবেন। লটারির সময় আগ্রহী বরাদ্দ গ্রহীতাদের যথাসময়ে রাজউক অডিটরিয়ামে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি রাজউকের ওয়েব সাইট থেকে সংগ্রহ করা যাবে। এ ছাড়া প্রয়োজনে এ মেইল অথবা ০১৭৩০০১৩৯৪৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন