স্টাফ রিপোর্টার : পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মোট ৭১৭ ইউপির মধ্যে ৬৬৪ ইউপির ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে আওয়ামী লীগ ৪২১টিতে ও বিএনপি ৬৬টিতে জয় পেয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ১৬৮ ইউপিতে বিজয়ী হয়েছেন। কেন্দ্র স্থগিত হওয়ায় এবং ফল পাঠাতে মাঠ কর্মকর্তারা বিলম্ব করায় ৫৩ ইউপির ফল সমন্বয় হয়নি। এ ধাপে আওয়ামী লীগের ৩৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
রোববার (২৯ মে) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সমন্বয় করা ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে। পঞ্চম ধাপে ১ কোটি ১৩ লাখ ৮৭ হাজারের বেশি ভোটারের মধ্যে ৮৭ লাখ ৪৬ হাজার ৬৭ জন ভোট দিয়েছেন। অর্থাৎ প্রদত্ত ভোটের হার ৭৬ দশমিক ৮ শতাংশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন