শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ভূমধ্যসাগরে জাহাজডুবিতে ৭ শতাধিক অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

প্রকাশের সময় : ৩০ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক
ইতালির দক্ষিণে ভূমধ্যসাগরে তিনটি জাহাজডুবিতে গত কয়েকদিনে ৭ শতাধিক অভিবাসন-প্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচআর)। এ খবর দিয়েছে আল জাজিরা। জেনেভা থেকে থেকে ইউএনএইচআর’র মুখপাত্র উইলিয়াম ¯িপন্ডলার বলেন, গত সপ্তাহে ভূমধ্যসাগরে অনেক ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘প্রথম দুর্ঘটনা ছিল বুধবারে। ওই ঘটনা ব্যাপক প্রচার পেয়েছে। একটি নৌকা ডুবে গেছে। যেটিতে ৬০০ মানুষ ছিল। অনেক মানুষকে এখনও পাওয়া যাচ্ছে না। এরপর বৃহ¯পতিবার আরেকটি ঘটেছে। শুক্রবার ঘটেছে তৃতীয় দুর্ঘটনা। আমাদের আশঙ্কা এ তিনটি দুর্ঘটনায় ৭০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ। মনে করা হচ্ছে, এরা ডুবে গেছেন।’ তিনি আরও বলেন, লিবিয়া থেকে ইতালিতে এ মুহূর্তে বহু নৌকা পথে রয়েছে। বেশ কয়েকটি অনুসন্ধান অভিযান চলছে। ছোট নৌকায় করে সমুদ্র পাড়ি দেয়া ঠেকাতে আরও অনেক কিছু করতে হবে বলে জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন