বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ইয়াবাসহ যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৯, ১২:০৫ এএম

ইয়াবাসহ ধরা পড়েছে যুব মহিলা লীগের নেত্রী রাবেয়া বেগম (৩৫)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গতকাল সোমবার নগরীর লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এলাকায় যুব লীগের নেত্রী পরিচয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলেন তিনি। রাবেয়া বেগম মতিঝর্ণার জনৈক জাকির হোসেনের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক (মেট্রো) এমদাদুল ইসলাম সাংবাদিকদের জানান, আমাদের কাছে তথ্য ছিল, রাবেয়া বিভিন্নধরনের প্রভাব দেখিয়ে মতিঝর্ণা এলাকায় বাসায় বসেই মাদকসেবীদের কাছে ইয়াবা বিক্রি করে। আমাদের টিমের একজন্য সদস্যকে ক্রেতা সাজিয়ে আমরা তার সঙ্গে যোগাযোগ করি। রাবেয়া রাজি হলে সকালে আমরা বাসায় যাই। এ সময় তাকে ১২০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করি। গ্রেফতারের পরই তাকে খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এমদাদুল ইসলাম।
লালখান বাজার এলাকার স্থানীয়রা জানান, পদ-পদবিতে না থাকলেও রাবেয়া বেগম নিজেকে যুব মহিলা লীগের নেত্রী হিসেবে পরিচয় দিতেন। লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের অনুসারী হিসেবে রাবেয়া বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও নিয়মিত অংশ নেন। তার পরিবারের আরও কয়েকজন সদস্য ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন