রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ডিএমপির ১২ পরিদর্শককে বদলি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৯, ১২:০৪ এএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিদর্শক (ইন্সপেক্টর) পদ মর্যাদার ১২ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। গত রোববার ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক আদেশে এ বদলির নির্দেশনা দেওয়া হয়। বদলি হওয়া ১২ কর্মকর্তাকে আজ মঙ্গলবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- মো. রফিকুল ইসলামকে ট্রাফিক দক্ষিণ, মো. আব্দুর রাজ্জাকে শ্যামপুরের পিআই, মো. মনিরুল হককে ট্রাফিক উত্তর, মো. আলী হোসেনকে ট্রাফিক পূর্ব, মো. আব্দুল মজিদকে ডেমরার পিআই, মো. আব্দুর রহিম ভূঞাকে ডিএমপির প্রটেকশন বিভাগ, ইলতাজ আহমেদকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ, ইকবাল আহমেদকে আপরাশেন বিভাগ, মো. মারুফ উল হাসানকে ট্রাফিক দক্ষিণ, একেএম আসাদুজ্জামানকে ট্রাফিক দক্ষিণ, খন্দকার ইফতেখার হোসেনকে পরিবহন বিভাগ ও মো. জাকির হোসেনকে ট্রাফিক দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন