শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মর্যাদা বাতিলের তৎপরতা রাজ্যে আগুন জ্বালিয়ে দেবে : ন্যাশনাল কনফারেন্স

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৯, ১২:০৫ এএম

ভারতে একমাত্র সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাজ্য কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সুযোগ বিজেপি ও আরএসএসকে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ন্যাশনাল কনফারেন্স। রাজ্যের পরিচয়ের উপর যেকোন আঘাত আগুন নিয়ে খেলার শামিল বলেও দলটি হুঁশিয়ার করে দিয়েছে। এক বিবৃতিতে ন্যাশনাল কনফারেন্সের সাধারণ সম্পাদক আলি মোহাম্মদ সাগর বলেন, রাজ্যের বিশেষ মর্যাদা বাতিলের মতো যে কোন দুঃসাহসের পরিণাম হবে ভয়াবহ। এ ধরনের তৎপরতা রাজ্যে আগুন জ্বালিয়ে দেবে। তিনি বলেন, সংবিধানের ধারা ৩৭০ বাতিল করা হলে তা ভারতীয় ইউনিয়নে মহারাজার যোগদানকে নাকচ করে দেবে। সাগর আরো বলেন, নয়া দিল্লি ও শ্রীনগরের মধ্যে বন্ধনকে শুদ্ধ করেছে ধারা ৩৭০। তাই রাজ্যের বিশেষ মর্যাদার যেকোন লঙ্ঘন ভারত ইউনিয়নের সঙ্গে কাশ্মীর রাজ্যের সংযোগের বিষয়টিকে প্রশ্নের মুখে ফেলে দেবে। বিজেপি ও আরএসএস-কে রাজ্যের বিশেষ মর্যাদা বাতিলের মতো শয়তানি দাবি বন্ধ করতে বলেন ন্যাশনাল কনফারেন্সের নেতা। এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন