শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত রাস্তা নির্মাণ পর্যালোচনায় সভা করেছে এলজিইডি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৯, ১২:০৫ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে এবং বিভিন্ন জনসভায় দেয়া প্রতিশ্রুতির ১৯টি রাস্তা, ব্রিজ-কালভার্ট নির্মাণের ওপর হাইড্রোলজি মরফোলজিক্যাল পর্যালোচনা সভা করেছে এলজিইডি।
গতকাল বুধবার রাজধানীর আগারগাঁও এলজিইডির প্রধান কার্যালয়ে পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. খলিলুর রহমান। সভায় বক্তব্য রাখেন, সিইজিআইএস’র নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. ওয়াজি উল্লাহ, প্রকল্প পরিচালক বিপুল চন্দ্র বনিক।

বি-বাড়িয়া ও সুনামগঞ্জ হাওর অঞ্চলের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ১৯টি রাস্তায় ব্রিজ/কালভার্ট নির্মাণের ওপর হাইড্রোলজি মরফোলজিক্যাল খসড়া রিপোর্টের পর্যালোচনা করা হয়। পর্যালোচনা সভায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা এবং বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও বিভিন্ন অধিদপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন