এনসিসি ব্যাংক লিমিটেড সফলভাবে ইউএস ডলার নিকাশের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি হংকংভিত্তিক আইসিআইসিআই ব্যাংক থেকে ‘বেস্ট পারফর্মিং ব্যাংক’ পুরস্কার অর্জন করেছে। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম হাফিজ আহমেদ সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে আইসিআইসিআই ব্যাংকের আঞ্চলিক প্রধান (ইউরোপ ও বাংলাদেশ) স্্রুতি সানু সিং এর কাছ থেকে এ পুরস্কারটি গ্রহণ করেন। এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান ও এ জেড এম সালেহ এবং আইসিআইসিআই ব্যাংকের ট্রেড ফাইন্যান্স এন্ড পেমেন্টস প্রধান ভাইজু কনামকান্ডু এবং বাংলাদেশ প্রতিনিধি আবদুল্লাহ ইউসুফ খান এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক এনসিসি ব্যাংক ১০৪টি শাখার মাধ্যমে দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করছে। স্বয়ংস্ক্রিয় সুইফট-এর মাধ্যমে বৈদেশিক লেনদেন এর ক্ষেত্রে ইতোমধ্যে এনসিসি ব্যাংক আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপক সুনাম অর্জন করেছে। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন