শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

আন্তর্জাতিক পিরিয়ডসংক্রান্ত সচেতনতা দিবস

প্রকাশের সময় : ১ জুন, ২০১৬, ১২:০০ এএম

আন্তর্জাতিক পিরিয়ডসংক্রান্ত সচেতনতা দিবস উপলক্ষে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং আইএফএমএসএ বাংলাদেশের যৌথ উদ্যোগে ৫৫ জন স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং ১০০ জন ইন্টার্ন ডাক্তারদের উপস্থিতিতে পিরিয়ডসংক্রান্ত বিষয়ে যাবতীয় অজ্ঞানতা ও এর প্রতিকার নিয়ে সম্প্রতি এসিআই সেন্টারে একটি সেমিনারের আয়োজন করা হয়। স্ত্রীরোগ বিশেষজ্ঞদের এই সেমিনারের শিরোনাম ছিল- “ফ্রিডম নিবেদিত, পিরিয়ডসংক্রান্ত অজ্ঞানতা নিরসনে স্ত্রীরোগ বিশেষজ্ঞদের ভূমিকা।” চারজন খ্যাতিমান স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে তাদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান বিনিময়ের মাধ্যমে এই অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন। প্রধান বক্তারা ছিলেন- ডাঃ অধ্যাপক শেহরিন এফ সিদ্দিকা, বিভাগীয় প্রধান, স্ত্রীরোগ বিভাগ, আনোয়ার খান মেডিক্যাল কলেজ, ডাঃ অধ্যাপক সামিনা চৌধুরী, বিভাগীয় প্রধান, স্ত্রীরোগ বিভাগ, আদ-দ্বীন মেডিক্যাল কলেজ, ডাঃ অধ্যাপক শাইখ জিন্নাত আরা নাসরিন, বিভাগীয় প্রধান, স্ত্রীরোগ বিভাগ, জেডএইচ শিকদার ওমেন্স মেডিক্যাল কলেজ এবং ডাঃ অধ্যাপক রুমানা শেইখ, স্ত্রীরোগ বিভাগ, আনোয়ার খান মেডিক্যাল কলেজ। এসিআই সল্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীরও ওই সেমিনারে উপস্থিত ছিলেন। স বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
নিপা ২৭ জুন, ২০২০, ২:১৫ এএম says : 0
তা কি আলৌচনা হলো, কি মন্তব্য উঠে এলো বর্ননা কিছুই তো তুলে ধরেন নি। এটাকে কে নিউজ কভার বলে?
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন