মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

খালেদা জিয়ার খাবার বিতরণে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

প্রকাশের সময় : ১ জুন, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১২:০৭ এএম, ১ জুন, ২০১৬

তৃতীয় দিনে ১৩ স্পটে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে
স্টাফ রিপোর্টার : দ্বিতীয় দিনের মতো গতকাল রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। খিলগাঁও জোড়া পুকুর মাঠ হয়ে পর্যায়ক্রমে ৮টি স্পটে খাবার বিতরণ করেন তিনি। প্রতিটি স্পটেই ছিল বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি। খালেদা জিয়ার সাথে ছিলেন দলের মহাসচিবসহ মহানগরের নেতারা। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ এই অনুষ্ঠানে শরিক হয়েছেন। গত দুই দিনের কর্মসূচি চলাকালে খালেদা জিয়ার গাড়িবহর যেসব এলাকা দিয়ে যাচ্ছিলেন। ওই সকল এলাকার বাসিন্দারা ব্যবসা প্রতিষ্ঠান ও বাসার বারান্দায়, ছাদ থেকে হাত নেড়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা-স্বাগতম জানাতে দেখা গেছে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি তিন দিনব্যাপী দুঃস্থদের মাঝে খাবার বিতরণের কর্মসূচি গ্রহণ করে। আজ তৃতীয় দিন। শুরুতে মহাখালি কমিউনিটি সেন্টারে খাবার বিতরণ করবেন বিএনপি চেয়ারপার্সন। এরপর আরো ১৩টি পয়েন্টে খাবার বিতরণ করার কথা রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
গতকাল দুপুর ১২টা ৫০ মিনিটে খিলগাঁও জোড়া পুকুর মাঠের সামনে স্থানীয় বিএনপি আয়োজিত অনুষ্ঠানে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করেন বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া। এরপর মাদারটেকের আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় হয়ে অভিসার সিনেমা হলের সামনে, গেন্ডারিয়া কাঠের পুল, দয়াগঞ্জ মোড়, ধোলাইপার বাসস্ট্যান্ড, আলম মার্কেট জুরাইন ও শ্যামপুর ঈদগাহ মাঠে (লাল মসজিদ) খাবার বিতরণের মধ্যদিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শেষ করেন বেগম খালেদা জিয়া। বিকাল সাড়ে তিনটায় নয়াপল্টনের কার্যালয়ে আসেন। নিজ কক্ষে বসেন এবং সেখানে জোহরের নামাজ আদায় করে গুলশানের বাসায় যান।
খাবার বিতরণ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, ছাত্রদল সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, খিলগাঁও বিএনপির সভাপতি ইউনুস মৃধা, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ আখন্দ, সাবেক ছাত্রদল নেতা হাবিবুর রশীদ হাবিবসহ বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Amteaj Saon ১ জুন, ২০১৬, ১২:৪৯ পিএম says : 0
good job
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন