আশা ইউনিভার্সিটি বাংলাদেশের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) সম্প্রতি ‘কোয়ালিটি এ্যাসিউরেন্স ইন হাইয়ার এডুকেশন’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করে। আশা কনফারেন্স রুমে অনুষ্ঠিত উক্ত কর্মশালাটি আশাইউবি’তে পরিচালিত চলমান শিক্ষার মান নিশ্চিতকরণ কার্যক্রমের অংশ হিসেবে আয়োজন করা হয়। বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ সরকারের হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (হেকেপ)-এর আওতায় আশা ইউনিভার্সিটি বাংলাদেশের আইকিউএসি-এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। আশা ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্ট্রিজ-এর মাননীয় চেয়ারম্যান মো. সফিকুল হক চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ কর্মশালায় সভাপতির দায়িত্ব পালন করেন।
আশাইউনিভার্সিটি বাংলাদেশের সহকারী অধ্যাপক এবং আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক মো. মনিরুজ জামান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ভারপ্রাপ্ত ডীন এবং আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. ইকবাল হোসেন। আশা ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রেজারার অধ্যাপক ড. একেএম হেলাল-উজ-জামান, বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, রেজিস্ট্রার মো. খালেকুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তাবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন