শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

চট্টগ্রাম ডিসি’র হুঁশিয়ারি

মূল্য কারসাজি করলে জেল জরিমানা

প্রকাশের সময় : ২ জুন, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : মূল্য কারসাজি করে রমজানে জনগণকে জিম্মিকারীদের জেল-জরিমানা করার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবাধ সরবরাহ নিশ্চিতকরণ এবং মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে গতকাল (বুধবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এ হুশিয়ারি দেন জেলা প্রশাসক। বৈঠকে জানানো হয়, বাজার ও গুদামে পর্যাপ্ত মজুদ রয়েছে। মানুষকে জিম্মি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করা যাবে না। মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, দ্রব্যমূল্য বাড়িয়ে যারা সরকারের ভাবমূর্তি নষ্ট করবে তাদের ছাড় দেয়া হবে না। আইন না মানলে জেল-জরিমানা দিয়ে হলেও আইন মানতে বাধ্য করা হবে।
সভায় কাজীর দেউড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রাজ্জাক অভিযোগ করেন, আমদানিকারকদের সঙ্গে বৈঠক করে বেঁধে দেয়া দরে ছোলা পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, ক্যামিকেল ড্রামে মিশিয়ে কলা ডুবিয়ে রেখে পাকানো হচ্ছে। চিনির মোড়কে লেখা আছে ৫৮ টাকা কেজি। কিন্তু বেশি দামে বিক্রি করতে বাধ্য করা হচ্ছে। কামাল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খালেদ চৌধুরী বলেন, ভেজাল নকল ঘিতে বাজার সয়লাব হয়ে গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন