যশোর ব্যুরো : যশোরের মণিরামপুরের বাসিন্দা নিখোঁজ নাজিমউদ্দিনের সন্ধান চেয়ে কাঁদলেন তার মা, স্ত্রী ও দুই মেয়ে। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে তারা নাজিমউদ্দিনের উদ্ধারের জন্য প্রশাসনের সহযোগিতা চান। গত ২৫ মে ঢাকা থেকে নিখোঁজ হন জিএম নাজিমউদ্দিন (৪২)। তিনি যশোরের মণিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের হাসান আলী গাজীর ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাজিমউদ্দিনের স্ত্রী নাজমা আক্তার। তিনি জানান, তার স্বামী বছর খানেক আগে মালয়েশিয়া থেকে ফেরেন। এরপর ব্যবসা, বাণিজ্য করার চেষ্টা করছিলেন। এ উদ্দেশে তিনি গত ১৮ মে ঢাকার বসুন্ধরা এলাকায় বন্ধু খন্দকার মাহফুজ আলমের বাড়িতে যান। সেখান থেকে ২৫ মে তার ব্যবসায়িক পার্টনার গাউসুল আযম তাকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। অনেক খোঁজাখুঁজির পর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ২৮ মে ঢাকার ভাটারা থানায় জিডি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে স্ত্রী নাজমা আক্তারের সাথে সাথে নাজিমউদ্দিনের মা শরীফুন্নেসা, দুই মেয়ে ফাওজিয়া ইয়াসমিন তুবা ও ফাইরুজ ইয়াসমিন তৈয়বাও অশ্রুসিক্ত নয়নে তার সন্ধান চেয়ে প্রশাসনের কাছে আবেদন জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন